মুন্সীগঞ্জে ৪৮০০ ভায়াল টিকা বরাদ্দ  

মুন্সীগঞ্জ জেলার জন্য ৪ হাজার ৮০০টি ভায়াল (কাচের শিশি) করোনা প্রতিরোধ টিকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো মুন্সীগঞ্জেও করোনার টিকা দেওয়া হবে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ টিকা দেওয়া হবে। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ভায়াল দিয়ে ৪৮ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে।

এই টিকা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘আমাদের পক্ষ থেকে টিকা গ্রহণের আবেদনপত্র অনলাইনে করার ক্ষেত্রে কোনও সহযোগিতার সুযোগ নেই। নাগরিকরা নিজেদের উদ্যোগে অনলাইনে আবেদন করবেন। প্রয়োজনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আইসিটি বিভাগ থেকে সহযোগিতা নিতে পারবেন তারা।’ 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,  মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৪ জন। এ পর্যন্ত মোট করোনা পজিটিভ হয়েছে ৪ হাজার ৪২৪ জন, মারা গেছেন ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ৪১ জনের। এ পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ৮২৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৪২৫ জনের।