৯ ঘণ্টা পদ্মায় আটকে ছিল চার ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ফেরিগুলো নদীতে আটকে পড়ে।পরে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল ফের শুরু হলে এগুলো ঘাটের দিকে রওনা হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) এর আরিচা ঘাটের বাণিজ্য বিভাগের ম্যানেজার আব্দুস সালাম হোসেন জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিটিসি আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর  রহমান জানান, রাতে কুয়াশায় ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌ দুঘর্টনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে ফেরি চলাচল আবার শুরু করা হয়েছে। বর্তমানে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা ছিল। বাকি ১২টি ফেরি পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নোঙর করে আছে। শুক্রবার সকাল ৯টার পর থেকে এগুলো চলতে শুরু করেছে।