মুন্সীগঞ্জে ২৫ কেন্দ্রের মধ্যে ১৭টিই গুরুত্বপূর্ণ

আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ। তবে, নির্বাচনি বিধি অনুযায়ী এগুলোকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে না। শুক্রবার (২৯ জানুয়ারি) মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাহফুজ আফজাল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কেন্দ্রে ইলেকট্রিসিটি সুবিধা না থাকা, যোগাযোগ ব্যবস্থা খারাপ, সীমানা দেওয়াল না থাকা, প্রার্থীর বাসার কাছে যদি কেন্দ্র হয় বা যদি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিবাদ থাকে তাহলে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘৮টি সাধারণ কেন্দ্রে ১৩ জন পুলিশ ও আনসার সদস্য এবং ১৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৫ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ২৫টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, ৯ জনের সমন্বয়ে তিনটি স্ট্রাইকিং ফোর্স, ডিবির দুটি মোবাইল টিম ছাড়াও ২০ পুলিশ সদস্যের স্ট্যান্ডবাই টিম থাকবে। এছাড়া, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচটি বিজিবি টিম ও তিনটি র‌্যাব স্ট্রাইকিং ফোর্স কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে নতুন বিষয় হচ্ছে ১৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে মোবাইল টিম থাকবে সেগুলো মনিটর করবে অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত তিনটি টিম। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি মোবাইল টিম থাকবে।’

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেডকোয়ার্টার) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান প্রমুখ।