দরজা বন্ধ করে নৌকায় সিল দেওয়ার অভিযোগ (ভিডিও)

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের কক্ষ বন্ধ করে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বিরুদ্ধে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স বোঝাই করার অভিযোগ তুলেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) এক মেয়র প্রার্থী।

ভোটকেন্দ্রে সংঘর্ষ

শনিবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার বলেন, ‘১নং কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সুযোগে প্রিজাইডিং অফিসার শাহীনুর ইসলাম ও পোলিং অফিসাররা কেন্দ্রের সব বাক্স একটি কক্ষে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা ব্যালট পেপারে নৌকায় সিল মেরে বাক্স বোঝাই করে। অনেকগুলো বইয়েও নৌকার সিল দেখা যায়।’ ১নং কেন্দ্র ছাড়াও প্রতিটি কেন্দ্রে জাল ভোট চলছে বলেও তিনি জানান।

ভোটকেন্দ্রে সংঘর্ষ

ওই কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুর ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে ভোটগ্রহণ শুরু হয়।

তিনি আরও বলেন, ‘এখানে কোনও সিল মারার ঘটনা ঘটেনি। পরিস্থিতি খারাপ থাকায় কক্ষগুলো বন্ধ রাখা হয়।’

বন্ধ রাখা ভোটকেন্দ্র

এদিকে পৌরসভার টেপিবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকায় সিল মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ কেন্দ্রে ব্যালট পেপারও বাইরে নেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টেপিবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেরর প্রিজাইডিং অফিসার এটিএম শামসুজ্জামান বলেন, ‘বেশ কিছু ব্যালট পেপার বাইরে নিয়ে গেছে। কে নিয়েছে সেটা জানি না। এজন্য কিছু সময় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে ভোটগ্রহণ শুরু হয়েছে।’