শেরপুর জেলা আ.লীগের ২ নেতাকে বহিষ্কার

বিদ্রোহী প্রার্থী হয়ে শেরপুরে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় জেলা আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার এবং শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজাকে জেলা আওয়ামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা এখন থেকে কোথাও দলীয় পদ-পদবি ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার জগ প্রতীকে এবং আরিফ রেজা চামচ প্রতীকে নির্বাচন করছেন।