খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই তিন শিক্ষকের আইনি নোটিশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজলকে বরখাস্ত, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তি শুক্লা কাবেরিকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) তিন শিক্ষকের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রারসহ ১০ জনকে এই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষকের আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নোটিশে বলা হয়, শিক্ষকদের আইনি বিভিন্ন ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে কোনও প্রমাণ ছাড়াই গুরুদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে তিন শিক্ষকের শাস্তি প্রত্যাহারের দাবিতে রবিবারও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষক।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করায় ২৩ জানুয়ারি এই তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।