সড়ক দুর্ঘটনা রোধে এবার আরিফুলের নতুন উদ্যোগ 

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রচারাভিযান শুরু করেছেন আরিফুল ইসলাম। রবিবার (৭ ফেব্রুয়ারি) এই প্রচারাভিযান শুরু করেন তিনি। এর আগে ২০১০ সালে সড়ক দুর্ঘটনা রোধে পাঁয়ে হেটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

সড়ক দুর্ঘটনা রোধে আরিফুলের নতুন উদ্যোগ

জানা গেছে, গাড়ি চালক ও পথচারীদের সচেতনতা সৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে লিফলেট লাগাচ্ছেন তিনি। গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালান, দেখে শুনে রাস্তা চলুন, ট্রাফিক আইন মেনে চলুন এমন নানা স্লোগান সম্বলিত ব্যানার লাগিয়ে তেঁতুলিয়া থেকে নিজ জেলা নওগাঁ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার টানাবেন। আপাতত রংপুর ও রাজশাহী বিভাগের মহাসড়কে ব্যানার টানানোর কাজ শেষ করবেন। পরবর্তীতে অন্যান্য বিভাগেও ব্যানার টানানোর কাজ শুরু করবেন। 

আরিফুল আরও জানান, প্রায় ২০ বছর ধরে দেশের ৫১টি জেলায় ঘুরেছি। এসময় পথচারী, শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। এছাড়াও দেশের যেসব স্থানে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে সেখানে গিয়ে ওই এলাকার মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করেছি। 

আরিফুলের বাড়ি  নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আরিফুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস পড়ছেন। 

আরিফুল জানান, তার একার পক্ষে দেশের সব জেলায় ব্যানার লাগানো ও ক্যাম্পেইন করা কঠিন। পড়ালেখার অর্থে সঞ্চয় করে পরিবারের কাছ থেকে সহযোগিতা নিয়ে তিনি এসব করে আসছেন। সরকারি বেসরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে সড়ক দুর্ঘটনা রোধে আরও নানা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আরিফুল।