তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত

গাজীপুর, ময়মনসিংহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। এরমধ্যে গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন দুই আরোহী। বাকি দুজন নিহত হন ট্রাকচাপায়। প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর প্রতিনিধি জানান, দ্রুতগতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসন থানার পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার জরুন মিরপুর এলাকার কালু শেখের ছেলে ঔষধ ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) এবং একই এলাকার কাপড় ব্যবসায়ী আল আমিন (৩২)।

এসআই নাহিদ জানান, পুলিশ নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত মোটর বাইকটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিৎ (১৫) নামের এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসের সামনে বাইসাইকেলে যাওয়ার সময় একটি কয়লা ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলে জিৎ এর মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় কমপ্লেক্সে আনা হয়েছে। তার বাড়ি মুক্তাগাছা উপজেলায়।  পুরাতন মার্কাস মসজিদের সামনে চানু মিয়ার মোটর গ্যারেজে কাজ করতো জিৎ।

হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান জানান, চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার গোবিন্দগঞ্জে মহাসড়ক পারাপারের সময় মালবোঝাই ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।