পোড়া বর্জ্যের ধোঁয়ায় বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ৮

রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিটিহাট এলাকায় অদূরে রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্যস্তূপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে বর্জ্য নিয়ে এসে এই এলাকায় পোড়ানো হয়। আজও বর্জ্যগুলো পোড়ানো হচ্ছিলো। ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়। এরই মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানান, নিহত ব্যক্তির নাম জামান। তিনি ট্রাকের চালক।

মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। হতাহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।