চকলেটের প্যাকেটে ইয়াবা পাচার, গ্রেফতার ১

বিদেশি চকলেট ও বাদামের প্যাকেটে মোড়কজাত করে ইয়াবা পাচারের অভিযোগে ইমতিয়াজ ইকরাম কাঞ্চন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতয়ালি থানা পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে নগরীর কোতয়ালি মোড়ের মধুবন মিষ্টির দোকান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালি থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। ইমতিয়াজের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেফতার ইমতিয়াজ ইকরাম কাঞ্চন কক্সবাজার জেলার হলদিয়া ইউনিয়নের মোস্তফা কামালের ছেলে।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মোড়ের মধুবন মিষ্টির দোকানের সামনে থেকে ইমতিয়াজ ইকরাম কাঞ্চনকে আটক করা হয়। পরে তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিদেশি চকলেট ও বাদামের প্যাকেটের ভেতর থেকে ১৭ হাজার ইয়াবা পাওয়া যায়। ইমতিয়াজ সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের নিয়ে আসা বিদেশি চকলেট ও বাদামের প্যাকেটে ইয়াবা মোড়কজাত করে পাচার করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এর আগে চার বার একইভাবে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বিমানযোগে সে ইয়াবা পাচার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।