‘৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’ রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও এর গুরুত্বের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে মুক্তিযুদ্ধের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ। আমরা নতুন প্রজন্মের মানুষ বঙ্গবন্ধুকে দেখিনি, তার ভাষণ শুনে বড় হয়েছি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। নতুন প্রজন্ম এখন বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নোত থেকে আজ উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি, পানিতে ও আকাশে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার পাশপাশি বিদ্যুৎসহ দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।’

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর  এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।