মোদির সফরকে ঘিরে সাতক্ষীরায় র‌্যাবের প্রস্তুতি মহড়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে সাতক্ষীরায় র‌্যাবের প্রস্তুতি মহড়া চলছে। মহড়ায় র‌্যাব-৬-এর সদস্যরা শ্যামনগর কালিগঞ্জ প্রধান সড়কে মোটরসাইকেল ও মোটরগাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে সজাগ করে দেন। পরে বংশীপুর মোড় থেকে যশোরেশ্বরী কালীমন্দির এলাকার আশপাশের সড়কগুলোতে তাদের মহড়া দিতে দেখা যায়।

ভারতের প্রধানমন্ত্রীর আসার আগ মুহূর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে বলে র‌্যাব-৬ কর্তৃপক্ষ জানায়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার সিনিয়র এএসপি বজলুর রশিদ, এএসপি শফিকুর রহমান প্রমুখ।

র‌্যাব কর্মকর্তারা আরও বলেন, ‘প্রস্তুতি মহড়া চলাকালে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার শনাক্তে বিশেষ পারদর্শী দল অংশ নেয়।’

জানা গেছে, র‌্যাবের ডগ স্কোয়াডও গাড়ি তল্লাশিতে অংশ নেবে। ভারতের প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।