বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: যশোরের আকাশে বিমানের ‘১০১’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে। শুক্রবার (২৬ মার্চ) যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে বিকাল ৩টা ১৫ মিনিটে পিটি-৬-এর ১৯টি বিমান উড্ডয়ন করে। এরপর বিমানগুলো উড্ডয়ন শৈলীর মাধ্যমে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০১ লেখা প্রদর্শন করে।

এরপর বিমানগুলো ১০১ লেখা অবস্থায় যশোর জেলা পরিভ্রমণ করে। যশোরে উড্ডয়ন শেষে ওই অবস্থায় খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার উপর দিয়ে বিকাল ৪টা ৪৭ মিনিটে ফের যশোর বিমানবন্দরে আসে। শেষে বিমানবন্দরের উপরে ১০১ লেখা অবস্থায় একটি চক্কর দিয়ে বিমানগুলো অবতরণ করে।

বিমানবাহিনী সূত্র জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিয়েছে ‘১০১’।