সাতক্ষীরায় পাউবোর বাঁধে ভয়াবহ ভাঙন

সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে চাউলখোলা বঙ্গবন্ধু ক্লাব থেকে আমিরুল মোড়লের মৎস্যঘের পর্যন্ত ৪০০ ফুট এলাকা খোলপেটুয়া নদীতে ধসে পড়ে। এ সময় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান জানান, হঠাৎ নদীতে জোয়ার বৃদ্ধি পায়। এ সময় পাউবোর বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়। জোয়ারের পানি হু হু করে ভেতরে প্রবেশ করতে থাকে। খবর পেয়ে দ্রুত জনগণকে সঙ্গে নিয়ে পাউবো কর্তৃপক্ষের সহায়তায় ভাঙন কবলিত স্থানে মাটি দিয়ে পানিপ্রবেশ বন্ধ করা হয়েছে। তবে যেকোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত স্থান নদীতে ভেঙে কয়েক হাজার মাছের ঘের তলিয়ে যেতে পারে। এতে শতকোটি টাকার চিংড়ি মাছের ক্ষতি হতে পারে। তাছাড়া হাজার হাজার মানুষ পানিবন্দি হওয়ার সম্ভাবনা আছে।

সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) আলমগীর কবির বলেন, ‘বিষয়টি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’