বিয়ের রাতেই আম গাছ থেকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের রাতেই আম পাছ থেকে নববধূ মেঘলা খাতুনের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল গ্রামে। এটিকে পরিকল্পিতভাবে হত্যা বলে দাবি করছে মেয়েটির পরিবার।

নিহত মেঘলা খাতুন শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের ফজলু শেখের মেয়ে।

মেঘলার বাবা ফজলু শেখ বলেন, ‘আমার মেয়ে মেঘলার সঙ্গে একই গ্রামের চঞ্চল শিকদারের ছেলে সাব্বির শিকদারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার রাত ১০টার পরে আমার মেয়েকে বাড়িতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। ওই রাতে ভোর ৪টার দিকে সাব্বির আমার মেয়েকে বাড়িতে রেখে  পালিয়ে যায়। এ বিষয়টি নিয়ে ছেলেপক্ষ ও আমরা শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন কুটির পরামর্শে সালিশে বসি। কিন্তু ছেলে পক্ষ সালিশ অমান্য করে চলে যায়। পরে ছেলেপক্ষ সবকিছু মেনে শনিবার রাতে বিয়ের আয়োজন করে। ওই রাতেই সাব্বিরের বাড়িতে যাওয়ার পরপরই শুরু হয় আমার মেয়ের উপর নির্যাতন। এর কিছুক্ষণ পরেই ছেলে পক্ষ আমার মেয়ে মেঘলাকে নির্যাতন করে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে রাখে। রাতেই ঘটনাটি শোনার পর আমরা সেখানে ছুটে যাই এবং পুলিশে খবর দিই। এটা পরিকল্পিত হত্যা।’

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার রাতেই প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য সাব্বির, তার বাবা ফজলু শেখ ও মা সাজিনা খাতুনকে আটক করে পুলিশ। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় তিন জন আটক হয়েছে। লাশ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।