মা-বাবা হারা মীমের পাশে খুলনার প্রশাসন

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোনকে হারিয়ে ৯ বছরের মীম আজ নিঃস্ব। এই পরিস্থিতিতে মীমের পাশে দাঁড়িয়েছে খুলনার প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টায় মীমের মামা বাড়ি তেরখাদা  উপজেলার পানতিতা এলাকায় গিয়ে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। মীমের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ ১০ হাজার টাকা তুলে দেন। সান্ত্বনা দিতে গিয়ে মীমকে জড়িয়ে আবেগ আপ্লুত হন নির্বাহী কর্মকর্তা। 

নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় মীমের খোঁজ খবর নিয়েছি এবং পরবর্তীতে সব ধরনের সহযোগিতার জন্য জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে।

মীমের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা পুলিশ। খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মামুন অর রশিদ ঈদ উপহার পোশাক, খাবারসহ মীমের নানা নানিকে ঈদের পোশাক পাঠিয়েছেন।

প্রসঙ্গত, গত ১ মে রাতে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের পারখালী গ্রামে মীমের দাদি লাইলী বেগম মারা গেছেন। সেই খবর পেয়ে পরিবারের সবাই ঢাকার মিরাপুর এলাকা থেকে তেরখাদায় আসছিলেন। কিন্তু পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারায় মীম। গত ৩ মে সকালে শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ২৬ জন, অল্পের জন্যে প্রাণে বেঁচে যান ৫ জন।