নানা-নানির কাছেই থাকছে মীম

মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় মা-বাবা ও দুই বোন হারানো মীম তার নানা-নানির কাছেই থাকবে। শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর অনেকে তাকে দত্তক নিতে চেয়েছেন। কিন্তু মীম নানা-নানিকে ছেড়ে কোথাও যেতে চায় না।

মীম বলেছে, ‘আমি কোথাও যাবো না। নানা-নানির কাছে থাকবো। এখানেই পড়াশুনা করবো।’

মীমের নানা আব্দুস সবুর মিনা পেশায় একজন কৃষক। একসঙ্গে বাবা, মা আর দুই বোনকে হারানোর পর থেকে নানির কোলই যেন হয়ে উঠেছে মীমের একমাত্র ভরসাস্থল।

মীমের নানা বলেন, ‘আমার তো সব হারায়ে গেছে। ও শুধু একমাত্র আছে। ওকে আমার কাছে রাখার ইচ্ছা। বাকিটা আল্লাহ ভরসা। ওকে কাউকে দেওয়ার মনমানসিকতাও নেই। মীমকে নিয়ে জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই। ওই এখন আমাদের বেঁচে থাকার অবলম্বন। তবে ওকে কেউ সহযোগিতা করতে চাইলে করতে পারবে।’

প্রসঙ্গত, ১ মে রাতে মীমের দাদি লাইলী বেগমের মারা যাওয়ার খবর পেয়ে পরিবারের সবাই ঢাকার মিরাপুর থেকে তেরখাদায় যাচ্ছিলেন। পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় মা-বাবা ও দুই বোনকে হারায় মীম।