পদ্মায় ১৩ ট্রলার চালককে জরিমানা

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে যাত্রী নিয়ে অবৈধভাবে পদ্মা নদী পারাপারের অভিযোগে ১৩ ট্রলার চালককে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ট্রলার চালককে আটক ও ট্রলারগুলোকে জব্দ করে নৌপুলিশ। এ সময় প্রায় ৩০০ যাত্রীকে পুশব্যাক করা হয়। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির এ খবর নিশ্চিত করেন।

বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন ট্রলার চালকদের জরিমানা করেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে তিন হাজার টাকা করে ৩০ হাজার টাকা, দুই জনকে এক হাজার ৫০০ টাকা করে তিন হাজার টাকা এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ট্রলারগুলো বর্তমানে নৌপুলিশের হেফাজতে আছে।