পাটুরিয়া ঘাট এলাকায় নেই যাত্রী-যানবাহনের চাপ

দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে (১৩ মে) বুধবারও ছিল যানবাহন আর যাত্রীর উপচেপড়া ভিড়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘাট এলাকায় নেই যাত্রী আর যানবাহনের কোলাহল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানালেন, ফেরিগুলো অলস হয়ে পড়ে আছে। অথচ গতকালও এখানে ফেরিতে ছিল মানুষের গাদাগাদি অবস্থান, ঠাঁই হয়নি যানবাহনেরও। 

.ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, গত কয়েকদিনের চিত্রের চেয়ে বৃহস্পতিবারের চিত্র ছিল ছিমছাম কোলাহলমুক্ত। বৃহস্পতিবার সকাল থেকে ঘাটে থেমে আছে ফেরিগুলো। গত কয়েকদিন ধরে এই ঘাট দিয়ে পার হয়েছে ঘরমুখী হাজারো যাত্রী। বৃহস্পতিবার সকাল থেকে চিত্র পুরোপুরি পাল্টে গেছে। নেই যানবাহনের চাপ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ১৭টি ছোট-বড় ফেরি এখন ঘাটে চলছে। বুধবার থেকেই বেশির ভাগ ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করেছে। এ কারণে ঘাটে ভিড় নেই যাত্রী বা বাহনের। ঘাট এলাকা এখন প্রায় ফাঁকাই।