কুশিয়ারায় ধরা পড়লো ৩০ কেজির বাঘাইড়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (১৬ মে) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের জেলে জীবন বিশ্বাসের জালে মাছটি ধরা পড়ে। ওইদিন বিকালে পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও বাজারে শেনুর মিয়া নামে এক যুবক ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জীবন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো শনিবারও তিনি কুশিয়ারা নদীতে যান মাছ শিকারের জন্য। এদিন তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। জালে পেয়ে যান বিশালাকার এই বাঘাইড়। যা পরে স্থানীয় বাজারে বিক্রি করেন।

ক্রেতা শেনুর মিয়া বলেন, ‘মাছটি কিনে আমরা ১৫ জন বন্ধু এবং স্বজনদের মধ্যে কেটে ভাগ করে নিয়েছি।’

মাছ কিনতে আসা আশরাফুল আলম জিলহজ বলেন, ‘খবর পেয়ে আমরা অনেকেই মাছটি কিনতে গিয়েছিলাম। পরে দর-দামের মাধ্যমে শেনুর মিয়া মাছটি কেনেন। এ সময় পাইলগাঁও বাজারে দেখা যায় উৎসুক মানুষের ভিড়।’

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর মধু বলেন, ‘যদিও মাছটির নাম বাঘাইড় কিন্তু স্থানীয়রা এটিকে বাঘ মাছ বলেই জানেন।’