ওসমানী মেডিক্যালে স্থাপন করা হবে অক্সিজেন প্ল্যান্ট

বর্তমান করোনা মহামারির কারণে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ হাসপাতালকে ৯শ’ থেকে দুই হাজার বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে সোমবার (২৪ মে) ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদফতর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

সভায় ওসমানী মেডিক্যাল হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি হাসপাতাল চত্বরে একই সঙ্গে পাঁচটির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ সময় ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন– পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিনা মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপস্থিত ছিলেন।