তিন দিন পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌ-রুট শিমুলিয়া-বাংলাবাজারে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে তিন দিন ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর শুক্রবার (২৮ মে) সকাল থেকে ফেরিঘাট স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরই এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়।  

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই শিমুলিয়া ও বাংলাবাজার উভয় ঘাটে যাত্রীরা ভিড় করছেন। তারা লঞ্চ ও ফেরি উভয় নৌযানেই পদ্মা পার হচ্ছেন। তবে সকাল থেকে বৃষ্টির কারণে তাদের ভোগান্তিও পোহাতে হয়।

এছাড়াও পণ্যবাহী অসংখ্য যানবাহন রয়েছে ফেরিঘাটে। দু’দিন ধরে এই রুটে পারাপার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।  এখন যাত্রীদের সঙ্গে সঙ্গে ফেরিতে পণ্যবাহী যানবাহনও পারাপার হচ্ছে।