গৃহহীনদের ঘর নির্মাণে বাধা, ম্যাজিস্ট্রেট-পুলিশ-আনসারসহ আহত ২০

সুনামগঞ্জের আদারবাজারে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকে করে গ্রামবাসীর হামলায় সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড), পুলিশ, আনসারসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার হরিনাপাটি এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, হরিনাপাটি এলাকায় সরকারি জমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের জন্য মাটি ফেলা ও গৃহনির্মাণের কাজ চলছিল। এতে বাধা দেন হরিনাপাটি ও আদারবাজার গ্রামবাসী। বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে নির্মাণের কাজ শুরু হলে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনানসহ পুলিশ ও আনসার বাহিনীর লোকজনের উপর হামলা করে। এ সময় গ্রামবাসীর ছোড়া ইটপাটকেলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটসহ আট পুলিশ ও চার আনসারসহ ২০ জন আহত হন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান বলেন, ‘ওই গ্রামের কিছু সংখ্যক লোক সরকারি জায়গায় মুজিববর্ষের ঘর নির্মাণের জন্য শুরু থেকে বিরোধিতা করে  আসছিলেন। আজ প্রশাসনের উপস্থিতিতে ঘর নির্মাণের কাজ শুরু হলে গ্রামের লোকজন প্রথমে বাধা দেয় এবং পরে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমি ছাড়াও পুলিশ-আনসার সদস্যরা সামান্য আহত হন।’

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে।