৩০ ঝুট গুদাম পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরির পেছনের বস্তি এলাকায় ৩০টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তে আগুন গুদামের আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার ভোর রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে উত্তরা, সদর দফতরসহ ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুই ঘণ্টা পর ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৩০টি ঝুট গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট, মালামাল ও আশপাশের দোকানপাট পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে ড্যাম্পিংয়ের কাজ করছেন দমকল কর্মীরা।

এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।