রাবিতে ১১ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

কর্মস্থলে পদায়নের দাবিতে আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যাডহকে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় ১১ ঘণ্টা পর প্রশাসন ভবন ত্যাগ করেছেন। রবিবার (২০ জুন) রাত সোয়া ১০টার দিকে তারা প্রশাসন ভবন ত্যাগ করেন। এর আগে সকাল ১১টা থেকে ওই ভবনে তালা দিয়ে অবস্থান নেন তারা।

আন্দোলন স্থগিত করা হয়েছে কিনা জানতে চাইলে অ্যাডহকে নিয়োগ পাওয়া রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন বলেন, ‘আমরা সাময়িক আন্দোলন স্থগিত করেছি। আমাদের একটি প্রতিনিধি দল মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে গেছে। সেখান থেকে আসলে আমরা পরবর্তী পদক্ষেপ জানতে পারবো।’ তবে মহানগরের কারা এতে অংশ নিয়েছেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।

জানা গেছে, আন্দোলনরত ছাত্রলীগ নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক ছাত্রলীগ নেতা বলেন, ‘রাজশাহীর নওহাটায় সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকারের সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। এতে উপাচার্য আনন্দ কুমার সাহাও রয়েছেন।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার শেষ কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে।

আরও খবর: ৩ ঘণ্টার ব্যবধানে রাবির প্রশাসন ভবনে ফের তালা