নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) দফতরের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটকে (৩৫) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মস্থলে অনুপস্থিত থাকায় মঙ্গলবার বিকালে তাকে নোটিশ দেওয়া হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের কাছ থেকে তার মামলার কাগজপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত (১৭ জুন) রাত ১২টা ৮ মিনিটে সম্রাট ফেসবুকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও খবর: ওবায়দুল কাদেরকে নিয়ে স্ট্যাটাস, সেই সম্রাট কারাগারে