পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন শুরু

পাবলিক বিশ্ববিদ্যালয়স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আজ সোমবার (১১ জানুয়ারি) থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জগন্নাথ, রংপুরের বেগম রোকেয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বর্জনের খবর পাওয়া গেছে।  

শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল ড. এ এস এম মাকসুদ কামাল এ কর্মসূচি ঘোষণা করেন।

মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে জানান, ‘আজ থেকে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন শুরু হয়েছে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা হচ্ছে। নতুন করে কোনও পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে না।’

তিনি আরও জানান, এর মধ্যে সরকারের তরফ থেকে কোনো ধরনের আলোচনার কথা বলা হলে শিক্ষকরা অলোচনায় বসবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুনভাবে বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

 

/এফএ/