করোনায় দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

করোনায় মারা গেছেন খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোসলেম উদ্দিনের ভাই মো. শাহজাহান জানান, গত ২২ জুন করোনায় আক্রান্ত হয়ে মোসলেম উদ্দিন প্রথমে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে রেফার করা হয় এবং রবিবার বিকাল সাড়ে ৫টা দিকে তিনি মারা যান। সোমবার সকাল ১০টার দিকে দিঘীনালা উপজেলা ফুটবল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মোসলেম উদ্দিন স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক এমএন আবসারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

জেলায় মোসলেম উদ্দিনসহ এখন পর্যন্ত ১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ শতাধিক।