ফের কাশিমপুর কারাগারে রফিকুল ইসলাম মাদানী

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে (২৬) আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে আনা হয় তাকে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকার মতিঝিল থানায় দুটি, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতয়ালি থানায় একটি এবং গাজীপুরের গাছা ও বাসন থানায় একটি করে মামলা রয়েছে।

গত ১৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোন জব্দ করে সেটি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ফোনে আপত্তিকর পর্নো ভিডিওর প্রমাণ পেয়েছেন। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে। এ মামলায় গত ২০ এপ্রিল মাদানীকে জিএমপির গাছা থানা পুলিশ দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিল।