X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন রফিকুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি
২৮ মে ২০২১, ২১:২০আপডেট : ২৮ মে ২০২১, ২২:০৭

র‌্যাবের করা মামলায় রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রফিকুল ইসলাম মাদানী।

শুক্রবার (২৮ মে) গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। বিকালে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শুভাশীষ ধর।

শুভাশীষ ধর বলেন, গাছা থানায় র‌্যাবের করা মামলায় গ্রেফতার মাদানীকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব-১ তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে হাজির করলে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তার বিরুদ্ধে গাছা থানা ছাড়াও বাসন থানা এবং ঢাকার তেজগাঁও থানায় মামলা রয়েছে।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে মাহফিলে বক্তব্য দেন মাদানী। সেখানে রাষ্ট্র, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থী উসকানিমূলক বক্তব্য দেন তিনি, যা ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়।

উসকানিমূলক বক্তব্যের কারণে তার অনুসারীরা গত ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় হস্তান্তর করা হয়। ৮ এপ্রিল গাছা থানায় র‌্যাব-১ ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। তিনি মোবাইলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার মোবাইলে পর্নো ভিডিও পাওয়া যায়। এজন্য গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(৫)(ক) ধারা সংযোজন করা হয়। রফিকুলের বয়স ২৭ বছর হলেও তাকে ‘শিশু বক্তা’ বলে ডাকেন ভক্তরা।

শুভাশীষ ধর আরও বলেন, মাদানীর বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে ধর্মীয় মূল্যবোধ, অনুভূতিতে আঘাত, আক্রমণাত্মক ও মিথ্যা ভয়ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ এবং সম্প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপরাধের কথা বলা হয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ইসলামি বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
ফের কাশিমপুর কারাগারে রফিকুল ইসলাম মাদানী
রফিকুল ইসলামের ফের ৩ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু