ছেলেদের ঘরে জায়গা হলো না বৃদ্ধ বাবার

চার ছেলে ও তিন মেয়ের জনক শফিকুল ইসলাম। বয়স ৯৫। দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছেন। দুই বছর আগে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন। সবাই এখন যে যার মতো প্রতিষ্ঠিত। কিন্তু শেষ বয়সে এসে কোনও ছেলের ঘরে জায়গা হয়নি তার। 

শয্যাশায়ী শফিকুল ইসলামকে ঘর থেকে বের করে উঠানে ফেলে রাখেন ছেলেরা। খবর পেয়ে শুক্রবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন ম্যাজিস্ট্রেট। লক্ষ্মীপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই শফিকুল ইসলামের সব ছেলের বড় বড় বাড়ি রয়েছে। তারপরও বাবার দেখাশোনা করতে অপারগতা প্রকাশ করে তাকে উঠানে ফেলে রাখেন তারা। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মো. রাজীব হোসেন ঘটনাস্থলে আসেন। বিস্তারিত শুনে ছেলেদের দায়িত্ব নিতে বলেন তারা। কিন্তু কেউ রাজি হন না। বড় মেয়ে সুরাইয়া শফিকুল ইসলামকে বাড়িতে নেয়ার কথা জানান। পরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে তাকে মেয়ের বাড়ি পৌঁছে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, বৃদ্ধ লোকটি অসুস্থ হওয়ায় তার কোনও ছেলে রাখতে চাননি না। তাই তারা বাড়ির বাইরে ফেলে রাখেন। পরে শফিকুল ইসলামকে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন বড় মেয়ে সুরাইয়া। আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি পৌঁছে দিয়েছি।