আর্জেন্টিনার জয়ে কোমল পানীয় বিতরণ

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোয় কোমল পানীয় বিতরণ করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনার জয়ের পর রবিবার (১১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ও নোয়াখালীতে দলটির সমর্থকরা এভাবেই আনন্দে মাতেন।

আর্জেন্টিনা দলের সমর্থক জাবির ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ‘ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই ব্রাজিল সাপোর্টাররা নিজেদের চ্যাম্পিয়ন ভাবা শুরু করছিলেন। এমনকি কেউ কেউ ৪-০ গোলে জিতবে বলেও ঘোষণা দিয়েছিলেন। তাদের এখনকার অবস্থাটা আমরা বুঝি। তাদের এই নাজুক অবস্থায় আমরা ঠান্ডা সেভেন আপ বিতরণ করে সম্প্রীতির পরিচয় দিয়েছি। আমরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।’

আর্জেন্টিনার আরেক সমর্থক সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর বলেন, ‘করোনার বিধিনিষেধের কারণে আমরা আনন্দ মিছিল বের করতে পারিনি। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে ঠান্ডা সেভেন আপ বিতরণ করেছি। বিধিনিষেধ না থাকলে আনন্দ মিছিলের স্লোগানে জাবির ক্যাম্পাস প্রকম্পিত হয়ে যেত।’

নোয়াখালীতে সেভেন আপ বিতরণ

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনার সমর্থকরা নোয়াখালীর সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজারে আনন্দ মিছিল শেষে সেভেন আপ বিতরণ করেছেন। লকডাউন উপেক্ষা করে নেমে আসেন রাস্তায়। তবে অল্প সময়ের মধ্যেই আনন্দ মিছিল শেষ করে বাড়ি ফিরে যান তারা।

উত্তর ওয়াপদার আর্জেন্টিনার সমর্থক মো. জসিম আর্জেন্টিনা ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আর্জেন্টিনার এই অর্জনে আমরা খুবই আনন্দিত। এজন্য সেভেন আপ বিতরণ আমরা আনন্দ ভাগাভাগি করেছি।’

এছাড়া জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরসহ বিভিন্ন উপজেলায় ছোট ছোট আনন্দ মিছিল বের হয়েছে। জেলা শহর মাইজদীতে প্রশাসন কঠোর থাকায় সমর্থকদের উপস্থিতি তেমন ছিল না।

উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনও আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। মেসিও পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। আনহেল দি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। আর এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।