ব্যাটারি উৎপাদনে বিষাক্ত সিসা ব্যবহার, ৭ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা ও মাশাবো এলাকার তিনটি ব্যাটারি কারখানায় বিষাক্ত সিসা ব্যবহার করে ব্যাটারি উৎপাদনের অপরাধে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব ফোর্সেস সদর দফতর ও পরিবেশ অধিদফতরের সহযোগিতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। সোমবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সোমবার রাতে র‌্যাব-১১-এর উপপরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ব্যাটারি কারখানায় বিষাক্ত সিসা ব্যবহার করে ব্যাটারি উৎপাদন এবং সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে জিইউজো ইন্ড্রাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানের ম্যানেজার মো. এনামুল কবিরকে (৩২) দুই লাখ টাকা, লিমিনা গ্রুপের ম্যানেজার মো. আরিফকে (২৮) দুই লাখ টাকা এবং রিমসো ব্যাটারি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মো. মোস্তাকুর রহমান (৪৫), মো. জালাল উদ্দিন (৫২) ও মো. আবু বক্কর সিদ্দিকতে (৩৫) এক লাখ টাকা করে জরিমানা করা হয়। নিয়মমাফিক সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করে নিয়ম বহির্ভূতভাবে ব্যাটারি উৎপাদন বন্ধ করতে এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।