পাথর শ্রমিকদের জালে ২৮ কেজির বাঘাইড়

পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। রবিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের সীমান্ত নদী মহানন্দা থেকে মাছটি ধরা পড়ে। এটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা দেখতে ভিড় করেন। পরে স্থানীয় পাথর ব্যবসায়ী হাসিনুর ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার রকি, বিপ্লব, আবু হাসান, আজিজ, শাহাদাতসহ কয়েকজন পাথর শ্রমিক শখের বসে সীমান্তনদী মহানন্দায় মাছ ধরতে যান। এক পর্যায়ে জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সবাই মিলে ডুব দিয়ে মাছটি ধরেন। পরে নদীর পাড়ে তোলার পর অনেকেই দেখতে ছুটে আসেন। পরে বাসায় নিয়ে গেলে খবর পেয়ে পাথর ব্যবসায়ী হাসিনুর রহমান মাছটি কিনে নেন।

মহানন্দা নদীর পানি কমে গেলে বড় মাছ পাওয়া যায়। নদীটি ভারত থেকে প্রবাহিত হয়ে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে।

পাথর শ্রমিক রকি জানান, নদী থেকে বড় মাছ ধরতে পেরে তারা অনেক আনন্দিত। মাছ বিক্রির টাকা সবাই সমান ভাগে ভাগ করে নিয়েছেন বলেও জানান তিনি।

পঞ্চগড়ের জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী জানান, দেশি আইড় মাছেরই একটি প্রজাতি বাঘাইড় মাছ। এটি নদীতে পাওয়া যায়। পার্শ্ববর্তী ভারত থেকে যেসব নদীর সংযোগ রয়েছে, বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা, করতোয়া, নীলফামারীর তিস্তা ও গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীতে এই মাছ বেশি পাওয়া যায়। এটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিমান সমৃদ্ধ মাছ। তবে দামও অনেক বেশি। এর আগেও এই নদীতে ৪৫ কেজি ওজনের মাছ পাওয়া গেছে।