বগুড়ায় একদিনে ১৬ জনের মৃত্যু

বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও এর উপসর্গে ১৫ জন মারা গেছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৬২২ জনের নমুনা পরীক্ষা করে ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৬৪ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ৫৩৯ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৭১ জন।