সাগরে ডুবে গেছে তেল সরবরাহকারী জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় নোঙর করে রাখা একটি জাহাজে জ্বালানি তেল সরবরাহ করে ফেরার পথে এমটি সুফলা নামে একটি ছোট জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে পতেঙ্গা লাইট হাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। বন্দর সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই হাজার ২০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে এমটি সুফলা। এক পর্যায়ে তীব্র স্রোত ও ঢেউয়ের মুখে জাহাজটি সাগরে ডুবে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা চার জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাশে থাকা একটি জাহাজ তাদের উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘বন্দরে আসা জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত কোম্পানি সুফলা অয়েল সাপ্লাইয়ার জাহাজটি পরিচালনা করতো। তারা জানিয়েছে, খুব দ্রুত জাহাজটি উদ্ধার করা হবে। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে। জাহাজটির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।’