ফেনীতে করোনার চেয়ে ৬ গুণের বেশি মৃত্যু উপসর্গে

ফেনীতে করোনার পাশাপাশি এর উপসর্গ নিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে চলছে। ফেনী জেনারেল হাসপাতালে ১ জুলাই থেকে ৪ আগস্ট বুধবার পর্যন্ত ৩৪ দিনে উপসর্গ নিয়ে মারা গেছেন করোনায় মৃত্যুর চেয়ে ছয় গুণের বেশি মানুষ। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়ার দেওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে।

আরএমওর দেওয়া তথ্যে জানা যায়, গত ১ জুলাই থেকে ৪ আগস্ট বুধবার পর্যন্ত ফেনী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা পজিটিভ চার জনসহ মারা গেছেন ৮৬ জন রোগী। আর আইসিইউ ও সিসিইউতে মৃত্যু হয় করোনা পজিটিভ ১৮ জনসহ ৪৯ জন রোগী। এই ৩৪ দিনে করোনা পজিটিভ ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৩ জন।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, উপসর্গ নিয়ে মৃতের তালিকায় যাদের নাম ওঠানো হচ্ছে, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা বেশি পাওয়া যায়। এসব রোগীর জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গও থাকছে। তবে তা শুরুর দিকে বেশি দেখা যায়। পরে রোগীর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। অবশ্য কারও কারও ক্ষেত্রে মাথাব্যথা, গলাব্যথা, ঘ্রাণশক্তি না থাকা ও স্বাদ না পাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে।

কারও কারও ক্ষেত্রে সব উপসর্গ থাকার পরও পরীক্ষায় ফল নেগেটিভ আসছে বলে উল্লেখ করেন আরএমও মো. ইকবাল হোসেন ভূঁইয়া।