ভোলায় ঢাকামুখী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন

বিধিনিষেধ শেষ হওয়ার প্রথম দিনে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এই ঘাট থেকে দুপুর পৌনে ২টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে।

IMG_20210811_151507_1দুপুর আড়াইটায় ছেড়ে যাওয়া এমভি গ্রিন লাইন লঞ্চে সরেজমিন দেখা যায়, লঞ্চের নিচতলার ইকোনমি ও দোতলার বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার প্যাসেজ ও খালি জায়গায় দাঁড় করিয়ে ও শুয়ে যাত্রী বহন করা হচ্ছে। অনেককে দেখা গেছে, ছাদের ওপর দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ঢাকা যাচ্ছেন। এই লঞ্চের ধারণক্ষমতা নিচতলায় ৪০০ আর দোতলায় ২০০ যাত্রী। অথচ যাত্রী ছিলেন কমপক্ষে ৯০০ জন।

এদিকে, সরকারের নির্দেশ অনুযায়ী এই লঞ্চ কর্তৃপক্ষ ভাড়াও কমায়নি। এক সিট খালি রেখে ইতোপূর্বে ভাড়া নিতো নিচতলায় ৫০০ আর দোতলায় ৭০০ টাকা। আজ ১১ আগস্ট ওই ভাড়াই নিয়েছে। অতিরিক্ত যাত্রী ও ভাড়া না কমানো প্রসঙ্গে লঞ্চের কোনও স্টাফ মন্তব্য করতে রাজি হননি।

IMG_20210811_142934