X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০

চাঁদপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১৭:১১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৭:১৩

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে কর্ণফুলী-৪ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হুড়োহুড়ি করে লাফিয়ে পড়ে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, ভোলার ইলিশা ঘাট থেকে সাড়ে প্রায় সাড়ে তিনশ যাত্রী নিয়ে সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কর্ণফুলী-৩ লঞ্চটি। পথিমধ্যে নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকায় এলে লঞ্চের ইঞ্জিনে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এ অবস্থায় লঞ্চটি ওই এলাকার চরে নোঙর করলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

লঞ্চের ইঞ্জিনে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়

হাইমচর নীলকমল নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে প্রায় সাড়ে তিনশ যাত্রী ছিল। নৌপুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলী-৩ লঞ্চটি এখনও স্পটেই ভেড়ানো রয়েছে।’

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ‘লঞ্চে আগুনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। আগুন ইঞ্জিন রুমের বাইরে ছড়াতে পারেনি। যাত্রীদের অন্য দুটি লঞ্চের সাহায্যে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। আগুনে কোনও যাত্রী আহত হয়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ