X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০

চাঁদপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১৭:১১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৭:১৩

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে কর্ণফুলী-৪ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হুড়োহুড়ি করে লাফিয়ে পড়ে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, ভোলার ইলিশা ঘাট থেকে সাড়ে প্রায় সাড়ে তিনশ যাত্রী নিয়ে সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কর্ণফুলী-৩ লঞ্চটি। পথিমধ্যে নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকায় এলে লঞ্চের ইঞ্জিনে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এ অবস্থায় লঞ্চটি ওই এলাকার চরে নোঙর করলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

লঞ্চের ইঞ্জিনে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়

হাইমচর নীলকমল নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে প্রায় সাড়ে তিনশ যাত্রী ছিল। নৌপুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলী-৩ লঞ্চটি এখনও স্পটেই ভেড়ানো রয়েছে।’

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ‘লঞ্চে আগুনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। আগুন ইঞ্জিন রুমের বাইরে ছড়াতে পারেনি। যাত্রীদের অন্য দুটি লঞ্চের সাহায্যে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। আগুনে কোনও যাত্রী আহত হয়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী আন্দোলনের দফায় দফায় মারামারি
কলকাতায় অগ্নিকাণ্ড: ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিলেন মোদি
সর্বশেষ খবর
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’