সিঁধ কে‌টে ‌একরা‌তে ৬ বাড়িতে চুরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিঁধ কে‌টে এক রাতে একই গ্রা‌মের ছয় বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্প‌তিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ও রায়গঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউ‌পি সদস‌্য রুহুল আমিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার মামুনুর রশীদ, আওলাদ মিয়া, মিজানুর রহমান, একাব্বর আলী, মোতালেব মিয়া ও দশের মিয়ার বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আওলাদ মিয়া জানান, গভীর রাত পর্যন্ত জেগেই ছিলেন তিনি। পরে সকালে ঘুম থেকে জেগে দেখেন ঘরে সিঁধ কেটে দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।

অপর ভুক্ত‌ভোগী মামুনুর রশীদ বলেন, ‘রাত ১টা পর্যন্ত জে‌গেই ছিলাম। তারও কিছুক্ষণ পরে ঘুমাই। সকালে উঠে ঘ‌রে সিঁধ কাটা দেখতে পাই। আমার প্যান্টের পকেটে থাকা আড়াই হাজার টাকা এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত অনেক ডকুমেন্টসহ অ্যান্ড্রোয়েড ফোনটি চুরি করে নিয়ে গেছে।’

FB_IMG_1629345220434-01এছাড়াও একইভাবে একাব্বর আলীর ঘর থেকে চুরি হয়েছে তার বাগানের মরিচ বিক্রি করা পাঁচ হাজার টাকা, দশের মিয়ার তিন হাজার টাকা ও মোতালেব মিয়ার বাড়ি থেকে চুরি হয়েছে একটি মোবাইল ফোন।

ইউ‌পি সদস্য রুহুল আমিন বলেন, ‘ফজরের নামাজের সময় উঠে চুরির খবর শুনেছি। পরে আমার ওয়ার্ডের ছয় বাড়িতে চুরির খবর পেয়েছি।’

ও‌সি ন‌বিউল হাসান বলেন, ‘আমাদের পুলিশের একটি দল সরেজমিন ঘুরে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, দুই দিন আগে একই উপজেলার নেওয়াশী ইউনিয়নের মেরুয়ার ব্রিজ ও খাঁ পাড়া এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।