X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফলের আড়তের লকার ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা চুরি

নোয়াখালী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের একটি ফলের আড়ত থেকে এক কোটি ৮০ লাখ টাকা চুরি হয়েছে। এ সময় সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে চোরেরা। 

রবিবার রাতের কোনও একসময়ে সুবর্ণা ফ্রুট এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানে চুরি হয়। সোমবার (১৫ এপ্রিল) সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে চুরির বিষয়টি জানতে পারেন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ সোহাগ বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের ১৫-১৬ গাড়ি ফল বিক্রি হয়েছে। গত কয়েকদিন নিজেদের প্রতিষ্ঠানে বিক্রি এবং রবিবার সারা দিন বাইরের মোকামগুলো থেকে টাকা কালেকশন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারীরা যে যার মতো করে চলে যান। অফিস কক্ষের লকারে এক কোটি ৮০ লাখ টাকা রেখে রাত আড়ইটার দিকে আমিও বাসায় চলে যাই। সোমবার সকালে কর্মচারীরা আসলে আড়তের শাটার ভাঙা দেখেন। পরে ভেতরে ঢুকে অফিস কক্ষের তালা ও লকারের চারটি লক ভাঙা দেখে আমাকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই।’

সুবর্ণা ফ্রুট এজেন্সি

তিনি আরও বলেন, ‘শাটার কেটে চোরেরা ভেতরে ঢুকে লকারের লক ভেঙে এক কোটি ৮০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। চোরদের শনাক্ত করে টাকা উদ্ধারের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি আমরা।’

খবর পেয়ে আমিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি জানিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি।’ 

/এএম/ 
সম্পর্কিত
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
দেখতে এসে জুয়েলার্স থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন দুই নারী
মেহেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ দুই জন আটক
সর্বশেষ খবর
‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরাও রাজপথে থাকবেন’
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরাও রাজপথে থাকবেন’
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ