এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবলো ময়মনসিংহ মহানগরী

এক ঘণ্টার মুষলধারে ভারি বৃষ্টিতে ময়মনসিংহ মহানগরীর সড়ক, অলিগলি, হাট-বাজারসহ বাসাবাড়ি ডুবে গেছে। বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক ঘণ্টা ধরে একটানা ভারী বৃষ্টি হয়েছে এই নগরীতে। এতে বেশির ভাগ এলাকার অলিগলি সড়ক ডুবে বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

ময়মনসিংহ মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চরপাড়া কপিক্ষেত এলাকার বাসিন্দা মিলন জানান, এক ঘণ্টার ভারী বৃষ্টিতে বাসার সামনের সড়ক ডুবে গিয়ে বসতঘরে পানি উঠে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে পরিবারের সদস্যদের। এই এলাকার অধিকাংশ বাড়িতে পানি উঠে গেছে জানান মিলন।

FB_IMG_1629981874070একই এলাকার গৃহবধূ কমলা জানান, ভারী বৃষ্টি হলে ঘরে পানি উঠে যায়। সরু ড্রেনের কারণে পানি দ্রুত বের না হওয়ায় এলাকাবাসীকে বর্ষাকালের দুই-তিন মাস এই দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে সিটি করপোরেশনের কোনও উদ্যোগ নেই জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ খাল খননের উদ্যোগ নেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্ষার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে।