বরিশালের ৮ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল এবং ঝালকাঠি থেকে আট রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠির এক বাস মালিক ও শ্রমিকদের ওপর বরিশালের বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা মাহাবুবুল হক দুলাল বলেন, শনিবার দুপুরে রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির এক সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশালের বাস শ্রমিকরা। এ ঘটনায় বরিশাল ও ঝালকাঠি থেকে আট রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ আট রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। 

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন বলেন, ঝালকাঠি থেকে বাস চলাচলে বাধা দেওয়ায় বরিশাল থেকে ঝালকাঠিতে যাচ্ছে না বাস।