মেলেছে ডানা, ফিরেছে প্রাণ (ফটোস্টোরি)

করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় দেড় বছর পর খুলে দেওয়া হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) ক্লাস শুরুর প্রথমদিনে শিক্ষার্থীরা সকাল থেকেই স্কুলে ভিড় জমান। তাদের সঙ্গী হন অভিভাবকরাও। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতেছেন। বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন পর শিক্ষাকার্যক্রম শুরুর প্রথমদিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল সাজ সাজ রব। বিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন ফুল ও চকলেট দিয়ে।

দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এতে যেন প্রাণ ফিরেছে প্রতিষ্ঠানগুলোর...

অনেকদিন পর এক হওয়ায় স্কুল গেটেই শিক্ষার্থীরা খুলে বসেন গল্পের ঝাঁপি

শিশু শিক্ষার্থীরা স্কুল খুলে দেওয়ায় আনন্দে মেতে ওঠেন

শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা