রাজশাহী নগরীতে সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত বর্তমান দুই লেন সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে ৩.৫৩২ কিলোমিটার সড়কটির এই কাজের উদ্বোধন করেন।

এ সময় মেয়র লিটন বলেন, ‘নগরবাসীর সুবিধার্থে ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর দড়িখরবোনা থেকে মালোপাড়া হয়ে সাগরপাড়া মোড় পর্যন্ত, বহরমপুর থেকে কাশিয়াডাঙ্গা, আলিম লাম মিম ভাটা মোড় থেকে চৌদ্দপায়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হয়েছে। আলুপট্টি খেকে তালাইমারীসহ আরও বিভিন্ন সড়কের কাজ চলমান রয়েছে। তালাইমারি থেকে কাটাখালি, ভদ্রা রেলক্রসিং থেকে নওদাপাড়া ট্রাক টার্মিনাল রাস্তা প্রশস্তকরণে দরপত্র আহ্বান করা হয়েছে।’

তিনি জানান, ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেনসহ চার লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ করা হবে। ৩.৫৩২ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি ৮০ ফুট প্রশস্ত করা হবে। উভয় পাশে ২২ ফুট করে ৪৪ ফুট রাস্তা, রাস্তার উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন ও ফুটপাত, ফুটপাত ও ড্রেনের উভয় পাশে ১০ ফুট করে ২০ ফুট স্লো মুভিং ভিহেকেল রাস্তা, রাস্তার মাঝে ৪ ফুটের ডিভাইডার নির্মাণ করা হবে। কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এএস-এমই (জেভি)।