রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ায় রাতের আঁধারে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজামণ্ডপে এই ঘটনা ঘটে।

বুধবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মণ্ডপ কমিটির লোকজন বাড়ি চলে যান। বুধবার সকাল ৭টার দিকে তারা মণ্ডপে গিয়ে দেখতে পান দুর্গা, লক্ষ্মী ও কার্তিকসহ অন্যান্য প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতিসাধন করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি, যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।’