সিলেটে এটিএম বুথের টাকা লুটের ঘটনায় ৪ জন রিমান্ডে

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় গ্রেফতার চার জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা রিমান্ডে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএমে হানা দেয় চার অস্ত্রধারী। তারা বুথের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে বুথে থাকা মেশিন ভেঙে ২৪ লাখ সাড়ে পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগর থানায় অজ্ঞাত চার জনকে আসামি করে মামলা করে।