হিলি স্থলবন্দর দিয়ে আরও ১১৪ টন কাঁচা মরিচ আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়লেও আবারও বাড়তে শুরু করেছে দাম। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে। রবিবার (১০ অক্টোবর) কাঁচামরিচ আমদানি হয়েছে ১১৪ টন। শনিবার আমদানি হয়েছিল ১০২ টন। 

এদিকে, একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও রবিবার তা বেড়ে হয়েছে ১০০ টাকা। তবে কিছু কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা বলেন, ‘সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় দেশের অন্যান্য বন্দর দিয়ে বিভিন্ন মেয়াদে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে কাঁচা মরিচের স্টক করায় চাহিদা বেড়েছে। এ কারণে বন্দরে বাইরের পাইকার বেড়েছে। যারা এক ট্রাক কাঁচামরিচ কিনতেন তারা এখন দুই ট্রাক করে নিতে চাওয়ায় চাহিদা বেড়েছে। মূলত ভারত থেকে বাড়তি দামে আমদানি এবং চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণে কাঁচা মরিচের দাম বাড়ছে।’