শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে টানা পাঁচ থেকে ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। কোনও কোনও বন্দরে সোমবার (১১ অক্টোবর) থেকেই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ সময় বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার (১১ অক্টোবর) থেকে টানা ছয় দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদনি-রফতানি বন্ধ থাকবে। ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মমিনুল ইসলাম।
তিনি জানান, পূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার থেকে শারদীয় দুর্গাপূজার শুরু। ভারতে প্রধান সড়কে প্রতিমা তৈরি করে পূজা উদযাপন করেন তারা। এ জন্য ভারতীয় ব্যবসায়ীরা সোমবার থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত টানা ছয় দিন পণ্য রফতানি বা আমদানি না করার সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েছেন। আগামী ১৭ অক্টোবর থেকে বন্দর দিয়ে পুনরায় দু'দেশের মাঝে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে।
আমদানি-রফতানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম বলেন, ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম চালু হবে।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে জানানো হয় ১৭ অক্টোবর থেকে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি চালু হবে।