পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার আজ থেকেই কার্যকর

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ইতোমধ্যে সেই নির্দেশনা দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে এসে পৌঁছেছে। এই নির্দেশনা রবিবার (১৭ অক্টোবর) থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পর গত ১৫ অক্টোবর দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান পাঁচ শতাংশ শুল্কহার প্রত্যাহার করে নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন শুল্কহার কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। 

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে আমদানি শুল্ক কাস্টমস ডিউটি (সিডি) পাঁচ ভাগ ছিল সেটি শূন্য করে এসআরও (প্রজ্ঞাপন ) জারি করেছে এনবিআর। সেই এসআরও ইতোমধ্যে হিলি স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছেছে। একই সঙ্গে কাস্টমসের যে সার্ভার রয়েছে তাতেও সেটা সংযুক্ত করা হয়েছে। এখন থেকে যে আমদানি শুল্ক ছিল সেটা আর ব্যবসায়ীদের দিতে হবে না। তবে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে পাঁচ ভাগ (আরডি) রেগুলেটরি ডিউটি ছিল সেটা এখনও রয়েছে।